বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত বাজেট নিয়ে এ প্রতিক্রিয়ায় এ দাবি করে সংগঠনটি। বাজেটের প্রশংসা করে এ রকম একটি বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ মনে করে এ বাজেট যুগান্তকারী, অভূতপূর্ব, সময়োপযোগী, জনকল্যাণমুখী, ব্যবসাবান্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূল বাজেট। বাজেটে করোনা ভাইরাস পরিস্থিতি সমন্বয়ে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নমূলক ও ব্যবসাবান্ধব সুপরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ১২, ২০২০
এমইউএম/ওএইচ/