শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৫৪ বছর।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. শহীদুল্লা প্রামাণিকের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা যৌথ শোকবার্তায় বলেন, ড. শহীদুল্লা প্রামাণিক একজন নিবেদিত নেতা ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুন ২০, ২০২০
এমএইচ/টিএ