শুক্রবার (৩ জুলাই) দিনগত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, গিয়াস উদ্দিন জ্বর ও ডায়াবেটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার (৪ জুলাই) জোহরের নামাজের পর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ শোক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমএইচ/আরবি/