ঢাকা: পাবনা-৪ আসনের উপনির্বাচন মনিটরিংয়ের জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ জানিয়েছেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন-শামসুর রহমান শিমুল বিশ্বাস, নজমুল হক নান্নু, শাহীন শওকত, এ কে এম আনোয়ারুল ইসলাম, সেলিম রেজা হাবিব, সিরাজুল ইসলাম সর্দার, হাবিবুর রহমান তোতা ও হাসান জাফির তুহিন।
এছাড়া বৈঠকে ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় দলীয় পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বৈঠকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তার বাবার ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনা দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক ও ভংগুর অবস্থা প্রমাণ করে। এ হামলার সঙ্গে সরকারি দলের অঙ্গ সংগঠন যুবলীগের সন্ত্রাসীরা প্রত্যক্ষভাবে জড়িত মর্মে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
এছাড়া বৈঠকে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হয় এবং নিহতদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করা হয়। এ ধরনের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এমএইচ/ওএইচ/