কুষ্টিয়া: কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজনের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযাগ ওঠায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা শহর যুবলীগের এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম।
২০১৭ সালে ১৫ মে ছাত্রদল নেতা সুজনকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট শহর যুবলীগের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবলীগ।
এরপর থেকে সুজন টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। সম্প্রতি ন্যাশনাল আইডি কার্ড জালিয়াতি করে শহরের একাধিক নামীয় জমি ও বাড়ি দখলের অভিযাগ ওঠে সুজনের বিরদ্ধে। এ অভিযোগের কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা সুজন।
জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরাধী কাজে লিপ্ত থাকায় শহর যুবলীগের কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত করা হয়েছে। দলীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, সুজন বিএনপি আমলে ছাত্রদল করতেন। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি। পড়ে যুবলীগে যোগ দেন তিনি।
বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘন্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এমএমআই/এমএইচএম