ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি নিলেন সালাহ উদ্দিন-রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি নিলেন সালাহ উদ্দিন-রেজাউল

ঢাকা: ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ ধানের শীষের মনোনয়নপত্রের চূড়ান্ত চিঠি নিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চূড়ান্ত মনোনয়নপত্র সালাহ উদ্দিন আহমেদের হাতে তুলে দেন দলীয় চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বাংলানিউজকে জানান, সালাহ উদ্দিন আহমেদকে চূড়ান্ত মনোনয়নপত্রের চিঠি দেওয়া হয়েছে।

এদিকে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম মনোনয়নপত্রের চূড়ান্ত চিঠি নিয়েছেন। তাকেও মনোনয়নপত্রের চূড়ান্ত চিঠি হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে এ দুই প্রার্থীর সাক্ষাৎকার নেয় দলীয় মনোনয়ন বোর্ড। গত ১৩ সেপ্টেম্বর দলীয় মনোনীত দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আগামী ১৭ অক্টোবর আসন দু’টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।