লালমনিরহাট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী মর্তুজা সাথীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, লালমনিরহাটের তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মৃত্যুতে তাদের পদগুলো শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যার ফলে তিনটি পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থীরা নিজ নিজ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে তিনজন, গড্ডিমারী ইউনিয়নে সাতজন ও কালীগঞ্জ উপজেলা দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে শনিবার (৩ অক্টোবর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখে হাতীবান্ধা উপজেলার নৌকার দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। দলের মনোনয়ন না পেলেও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলী মর্তুজা সাথী মনোনায়ন প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে থেকে যান। এ বিষয়ে শনিবার রাতে উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলগ্রাম ইউনিয়ন যুবলীগের সম্পাদকের পদ থেকে সাথীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাথীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি তাকে ও জেলা কমিটিতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
এসআই