ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাল কেলেঙ্কারির অভিযোগে আ’লীগের ২ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
চাল কেলেঙ্কারির অভিযোগে আ’লীগের ২ নেতা বহিষ্কার

বগুড়া: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দশ টাকা কেজি দরের গরিবের চাল কেলেঙ্কারির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত দু’জন হলেন- মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইচ মিলের মালিক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নবাব আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের পরিবেশক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল হাদি মণ্ডল।

 

রোববার (৪ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাংলানিউজ জানান, দলের হাই কমান্ডের নির্দেশে অভিযুক্ত ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ধুনট উপজেলার বেড়েবাড়ি বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে সুবিধাভোগীদের কাছে দশ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হামিদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদিমের কাছে অবৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন। একই স্থানে নবাব আলীর গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মণ (৫১ বস্তা) চাল জব্দ করা হয়।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির গঠন করেন। একই দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  

অভিযুক্ত আওয়ামী লীগের ওই দুই নেতা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।