ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রতিদিন আদালতে সময় দিতে হয়: সালাহউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
প্রতিদিন আদালতে সময় দিতে হয়: সালাহউদ্দিন নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ

ঢাকা: ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গতকালও আপনারা দেখেছেন আমাকে ঢাকা দায়রা জজ আদালতে যেতে হয়েছে। আজও একই অবস্থা হয়েছে আমার।

তিনি বলেন, আমার যদি প্রতিদিন দুপুর ২টা পর্যন্ত আদালতে সময় দিতে হয় তাহলে জনগণের কাছে যাবো কীভাবে? সরকার আমাদের নেতাকর্মীদের নামে এই যে গায়েবানা মামলা দিয়েছে, তার হাজিরা দিয়ে এখানে এসে হাজির হয়েছি। মিথ্যা মামলায় প্রতিদিন আদালতে হাজির হচ্ছে। একদিন না গেলে সাথে সাথে ওয়ারেন্ট দিয়ে দেয়।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনী কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এই সরকার জনগণের ভোট হরণ করেছে। গত সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই এই ১৭ অক্টোবরের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ওইদিন কেন্দ্রে গিয়ে জনগণকে যার যার ভোট তাকে দেওয়ার জন্য উৎসাহিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আতিক উল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন সর্দার, সহ-সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান, সাঈদ আহমেদ শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।