ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার সালাম নগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী।
ফরিদ ওই উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘরের কেয়ারটেকার।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আসলাম সিকদার ও এলাকাবাসী বাংলানিউজকে জানান, প্রবাসীর স্ত্রী ফরিদের পাশের বাড়ির বাসিন্দা। জরুরি কথা আছে বলে গত ০১ অক্টোবর ওই গৃহবধূকে তার নিজ ঘরে ডেকে আনেন। পরে দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান ফরিদ।
পরবর্তীকালে ঘটনাটি স্থানীয় এলাকাবাসীকে জানায় এবং মঙ্গলবার রাতে দাগনভূঞা থানা ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।
ওসি আসলাম সিকদার আরও জানান, আসামি ফরিদকে পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনায় দল থেকে শেখ ফরিদকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন বাংলানিউজকে জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এসএইচডি/এসআরএস