ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্ষক, আর পাকিস্তানি হানাদারদের মধ্যে পার্থক্য নেই: নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ধর্ষক, আর পাকিস্তানি হানাদারদের মধ্যে পার্থক্য নেই: নজরুল

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে দেশ লাখ লাখ মানুষের রক্তে স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য মা-বোনদের ইজ্জত দিতে হয়েছে।

আজকেও যখন স্বাধীন দেশে মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয়, তখন আমরা কাকে দোষ দেবো? যারা এখন এগুলো করছে তারা আর তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে কি তফাৎ আছে?

শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯০’র ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দীন জেহাদের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘শহীদ জেহাদ স্মৃতি পরিষদ’ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, তারা স্বাধীনতার চেতনার কথা বলেন। স্বাধীনতার কোন চেতনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টির সুযোগ করে দেয়? আপনারা যে যেখানেই যান খোঁজ নিয়ে দেখবেন সেখানে ছাত্রলীগ আছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এমন বাংলাদেশের জন্য আমরা লড়াই করি নাই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম।

তিনি বলেন, আমরা একটা মানবিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। একটা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। যেখানে মানুষের অধিকার থাকবে, মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে জীবনযাপনের সুযোগ পাবে। আজকে সেটাকে সংকুচিত, রুদ্ধ করে ফেলা হয়েছে। এ কারাগার থেকে মুক্তি পেতে হবে। সেই মুক্তির লড়াইয়ে শহীদ জেহাদের স্মৃতি আমাদের পথ দেখাবে। তখন যারা সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন আশা করবো তারা আর একবার লড়াই করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আর একবার লড়াই করবো এবং দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করবো।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ১৯৯০ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান রিপন, খন্দকার লুৎফর রহমান, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুজ্জামান আসাদ, নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।