ঢাকা: ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে বুধবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) যাবে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশনের সঙ্গে চার সদস্যের বিএনপি একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান নেতৃত্বে আরও উপস্থিত থাকবেন ঢাকা-১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, ঢাকা-১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটি সদস্য নাজিম উদ্দীন আলম ও ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসএমএকে/আরআইএস