ঢাকা: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে আমাদের মূল লক্ষ্য জনগণকে মুক্তি দেওয়া। স্বাধীনতার চেতনার গণতান্ত্রিক রাষ্ট্রটি যদি আমরা ফেরত আনতে পারি তাহলে জনগণ আমাদের পুরষ্কৃত করবে।
শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বাধীনতা ফোরাম আয়োজিত অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে আমাদের এই দুরাবস্থা থেকে পরিত্রাণের একটা মাত্র পথ। সেটা হলো- একটা জাতীয় ঐক্য। দলের নেতাকর্মী, নানা ভাবনা, নানা চিন্তা, নানা মতের লোক থাকতে পারে। কিন্তু আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে।
‘আমি কোনো স্বপ্ন বা গল্প বলছি না। পারিপার্শ্বিক অবস্থা, রাজনীতি সব কিছু বিশ্লেষণ করলে এখানে কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাইতে হয় না। রাজনীতি যারা করে তারা সামনে দেখুক বা না দেখুক দূরে দেখে। যে রাজনীতি বা রাজনীতিবিদ দূরে দেখে না তার কোনো ভবিষ্যত নেই। ’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপা (একাংশের) সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনার পরে দলীয় নেতাদের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমএইচ/এইচএডি