ঢাকা: জনগণের ভোটাধিকার রক্ষা করেই ঘরে ফেরার ওয়াদা করে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ভোটকেন্দ্রে থাকবো। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতো এবার হতে দেওয়া হবে না।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা-১৮ আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর বলেন, ঢাকা-১৮ আসনের নির্বাচনের আগে যত অনিয়ম-সন্ত্রাস হচ্ছে প্রশাসন কোনো সহযোগিতা করছে না। নির্বাচন কমিশনও কোনো সহযোগিতা করছে না। আমরা বার বার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।
তিনি বলেন, ২০১৮ সালে আমাদের সবার নামে নজিরবিহীনভাবে যেভাবে গায়েবি মামলা দেওয়া হয়েছে ঠিক সেভাবে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। গতকাল আমাদের ২৩৫ জনের বিরুদ্ধে এ ধরনের একটা মামলা হয়েছে। এতে আমাদের সাতটি থানার সব নেতাদের আসামি করা হয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের এলাকা ছাড়া করতে চায় এবং ঘর ছাড়া করতে চায়।
সরকারের উদ্দেশ্যে এস এম জাহাঙ্গীর বলেন, ঢাকা-১৮ আসনে ২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে ভোটাররা যাবে না, কেউ থাকতে পারবে না সেটা ঢাকা-১৮ আসনে হবে না। গণতন্ত্রের জন্য, জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রয়োজনে নিজের রক্ত দেবো। এরপরও জনগণকে সঙ্গে নিয়ে সব অনিয়ম মোকাবিলা করবো।
গণসংযোগকালে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান বলেন, এ নির্বাচন আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না। প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে আমাদের পোলিং এজেন্ট থাকবে। নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে থাকবেন। কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। যদি ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হয় তাহলে এখান থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ডা. সাখাওয়াত হাসান জীবন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিরীন সুলতানা, মোসাদ্দেক হোসেন বুলবুল, নাজিম উদ্দিন আলম, তাবিথ আউয়াল, আমিনুল হক, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, রফিক শিকদার, সালাউদ্দিন ভূইয়া শিশির, আকরামুল হাসান, কাজী আবুল বাশার, বজলুল বাছিত আনজু, এ কে এম মোয়াজ্জেম হোসেন, শামীম পারভেজ, সোহেল রহমান, ইকবাল হোসেন, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, ফখরুল ইসলাম রবিন, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমএইচ/আরআইএস