ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বসুরহাটে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পত্র জমা দিলেন মির্জা কাদের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
বসুরহাটে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পত্র জমা দিলেন মির্জা কাদের 

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।  

রোববার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদে রিটার্নিং কর্মকর্তার কাছে শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন নাজিম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে নোয়াখালীর বসুহরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।