ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা জেলা বিএনপির ৩ ইউনিটের কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
মাগুরা জেলা বিএনপির ৩ ইউনিটের কমিটি ঘোষণা

মাগুরা: বিএনপির মাগুরা জেলার অন্তর্গত দু’টি উপজেলাসহ তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

মৈমুর আলী মৃধা আহ্বায়ক ও মো. মনিরুজ্জামান চকলেটকে সদস্য সচিব করে ৩৭ সদস্যের শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আনিসুর রহমান মিল্টন আহ্বায়ক ও মো. আকতারুজ্জামানকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের মহম্মদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, মো. আলী রেজা আহ্বায়ক ও মো. রুহুল আমিনকে সদস্য সচিব করে ৩৭ সদস্যের মাগুরা সদর উপজেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।