ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ আয়োজনে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকের ধান কেটে খাদ্য সংকট দূর করাসহ বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়াতে পারে। ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাত কোটি মানুষকে ডাটাবেজের আওতায় আনার পর আমরা তাদের কাছে মানবিক সহায়তা পোঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে আছি এবং আজীবন থাকবো।
সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশ ও জনতার জন্য কাজ করতেই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখনো কৃষকের ধান কাটা থেকে শুরু করে মানব সৃষ্ট কিংবা দুর্যোগে আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে ছাত্রলীগ শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসকেবি/এইচএডি