ঢাকা: সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন হিরাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বুধবার (২০ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন হিরাকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়।
জানা গেছে, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমএইচ/এমজেএফ