ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সিংগাইরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
সিংগাইরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রলীগ নেতা মিরু হত্যার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৩ মার্চ) দুপুরে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার আজিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০), সোহান মোল্লা (১৮), একই গ্রামের শামসুল হকের ছেলে ইমান আলী (৩০)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুই সিএনজি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় মিরুর ভাই হিরু মিয়া বাদি হয়ে থানায় ১২ জনের নামে এবং অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার (০১ মার্চ) রাত দেড়টার দিকে সিংগাইরের জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।