ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ব‌রিশা‌লে ছাত্রদ‌লের মশাল মি‌ছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, মার্চ ৩, ২০২১
ব‌রিশা‌লে ছাত্রদ‌লের মশাল মি‌ছিল

বরিশাল: কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব‌রিশা‌লে মশাল মি‌ছিল ক‌রে‌ছে ছাত্রদ‌লের নেতাকর্মীরা।  
বুধবার (৩ মার্চ) রাত সা‌ড়ে ৭টায় নগরীর সিঅ্যান্ডবি রোডের ফরাজী ওয়ার্কশ‌পের সাম‌নে থে‌কে মশাল মি‌ছিল‌টি বের করা হয়।

 

জেলা ছাত্রদ‌লের নেতা আসিফ আল মামু‌নের নেতৃ‌ত্বে মি‌ছিল‌টি বের ক‌রে ছাত্রদ‌লের কর্মীরা।  

মি‌ছিল‌টি নগরীর সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের সাম‌নের সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে কাউনিয়া এলাকায় গি‌য়ে শেষ হয়।

এসময় ছাত্রদলকর্মীরা প্রেসক্লা‌বে ঢু‌কে ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।