ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘মাঠ যতদিন থাকবে, শহীদ যায়ান চৌধুরী ততদিন বেঁচে থাকবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
‘মাঠ যতদিন থাকবে, শহীদ যায়ান চৌধুরী ততদিন বেঁচে থাকবে’ বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম , ছবি: জি এম মুজিবুর

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, মাত্র আট বছর বয়সে প্রাণ হারিয়েছে যায়ান চৌধুরী। ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছে সে।

আজকে ঢাকা উত্তর সিটি করপোরেশন তার নামে যে মাঠ করে দিয়েছে এর মাধ্যমে যায়ান যুগ যুগ বেঁচে থাকবে।  

শনিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীতে শহীদ যায়ান চৌধুরী মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শেখ ফজলুল করিম সেলিম বলেন, অল্প বয়সেই যায়ান খোদাভিরু ছিল। পাঁচ বছর বয়সেই সে আরবি পড়তে শিখে। সে বেঁচে থাকলে অনেক ভালো মানুষ হতো, মানুষের উপকার করতো। এ মাঠ যতদিন বেঁচে থাকবে, যায়ান ততদিন বেঁচে থাকবে।  

তিনি বলেন, এ মাঠ করার জন্য আমরা সিটি করপোরেশনকে বলিনি সিটি করপোরেশন আমাদের প্রস্তাব দেয় যে, এ মাঠে যেহেতু যায়ান খেলাধুলা করতো, আমরা সেই মাঠ তার নামে দিতে চাই। আমরা সেটাকে স্বাগত জানিয়ে গ্রহণ করি।  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, যায়ান ক্রিকেট খেলতে ভালোবাসতো। টুঙ্গিপাড়া যেতে পছন্দ করতো। ২০১৮ সালের নির্বাচনের সময় আমি টুঙ্গিপাড়া যাই। যায়ান তখন বলে নানা আমি টুঙ্গিপাড়া যাবো। সে বঙ্গবন্ধুকে দেখেনি, কিন্তু খুব ভালোবাসতো।  
    
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শহীদ যায়ান চৌধুরীর দাদা মতিনুল হক চৌধুরী, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, যায়ান চৌধুরীর বাবা মশিউল হক চৌধুরী ও ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থপতি ইকবাল হাবিব।  

প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এ মাঠ নির্মাণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ মাঠে খেলাধুলা, হাঁটাসহ বিনোদন করতে পারবেন নাগরিকরা।  

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন বনাম পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।