ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
শুক্রবার (০৯ এপ্রিল) এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ডিউক অব এডিনবার্গ নামে পরিচিত ‘প্রিন্স ফিলিপ’ ৬৯ বছরের রাজত্বকালে রানীর পাশে থেকে একনিষ্ঠ সমর্থন জুগিয়েছেন, যা ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়।
তিনি আরও বলেন, তরুণদের উন্নতি ও বিকাশের বিষয়ে প্রিন্স ফিলিপ চালু করেছিলেন ডিউক অব এডিনবারা অ্যাওয়ার্ড। সারা বিশ্বে প্রতিবন্ধীদের উৎসাহিত করা ছাড়াও পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং খেলাধুলার প্রতি তার ছিল অদম্য উৎসাহ। প্রিন্স ফিলিপ শুধু যুক্তরাজ্য নয়, কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালবাসা অর্জন করেছেন।
বিরোধীদলীয় নেতা প্রয়াত প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এসএমএকে/এমআরএ