ঢাকা: লকডাউনে শ্রমজীবীদের এক মাসের খাদ্য ও নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়াসহ ছয় দফা দাবিতে সোমবার (১২ এপ্রিল) দেশব্যাপী মানববন্ধন-বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
রোববার (১১ এপ্রিল) এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, লকডাউনে শ্রমজীবীদের জন্য এক মাসের খাদ্য ও নগদ পাঁচ হাজার টাকা সহায়তা, দৈনিক এক লাখ করোনা টেস্ট এবং সব নাগরিককে বিনামূল্যে করোনা চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া, জেলা উপজেলায় আরটিপিসিআর ল্যাব স্থাপন, প্রতি জেলায় সরকারি হাসপাতালে সাধারণ ও কোভিড শয্যা বাড়ানো, কমপক্ষে ২০টি আইসিইউ বেড স্থাপন, কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই চালু, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন এবং করোনা মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ ও দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে বাম গণতান্ত্রক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ডাকে সোমবার (১২ এপ্রিল) সারা দেশে মানববন্ধন-বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে ৬ দফা দাবিতে স্মারকলিপি দেবে।
একইসঙ্গে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
আরকেআর/এএ