ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

হোসেনপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
হোসেনপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত করা হয়েছে।  

সোমবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শাখার অন্তর্গত হোসেনপুর উপজেলা শাখা ও হোসেনপুর পৌর শাখার স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।  

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগঠনের কার্যক্রম গতিশীল করার নিমিত্তে বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শাখাকে দ্রুততম সময়ের মধ্যে হোসেনপুর উপজেলা শাখা ও হোসেনপুর পৌর শাখার নতুন কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হলো।  
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্ট, এপ্রিল ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।