ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী।

ঢাকা: আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সস্ত্রীক করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি দ্বিতীয় ডোজ গ্রহণ করেন৷

দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ পরবর্তীতে যুবলীগ চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ টিকা নেওয়া আবশ্যকতা রয়েছে।

টিকা গ্রহণ সবার জন্য অনস্বীকার্য হয়ে পড়েছে। তবে, টিকা গ্রহণ করলেই শুধু হবে না, আমাদেরকে অবশ্যই মাস্ক পরা অব্যাহত রাখতে হবে। করোনা টিকা-সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণ গুজবকে পাত্তা দেয়নি বলেই সবার মধ্যে টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে।

এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সঙ্গে ছিলেন তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ৷ তিনিও করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

বাংলাদেষ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।