ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সোমবার দেশব্যাপী বিক্ষোভ করবে জাসদ

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
সোমবার দেশব্যাপী বিক্ষোভ করবে জাসদ

ঢাকা: গুজব রটিয়ে বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যা, রাজনৈতিক অশান্তি ও অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে সোমবার (১৮ অক্টোবর) দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (১৬ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে জাসদ (একাংশ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার সোমবার (১৮ অক্টোবর) দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দলের সব জেলা ও উপজেলা কমিটির প্রতি আহ্বান জানান।

দেশব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে জাসদ (ইনু) ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় জিপিওর সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বাংলাদেশ সময়:১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।