ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পাকিস্তান হাই কমিশন থেকে ১৫টি খাম পাঠানো হয়েছে। তবে খামের ভেতরে কী ধরনের কাগজ আছে সে বিষয়ে জানা যায়নি।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে পাকিস্তান হাই কমিশনের দ-৪৫-০৬২ নম্বরের গাড়িটি গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে আসে। এ সময় গাড়িতে শুধু চালক ছাড়া আর কেউ ছিলেন না। ওই গাড়ি থেকে চালক নেমে ১৪/১৫টি খাম গুলশান কার্যালয়ের সিকিউরিটির দায়িত্বে থাকা একজনের হাতে দিয়ে চলে যান। খামের ভেতরে কী ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে গুলশান কার্যালয়ে যোগাযোগ করলে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজউদ্দিন নসু বাংলানিউজকে বলেন, পাকিস্তান হাই কমিশন থেকে কেউ এসেছিল কি না তা আমি জানি না। আর কিছু দিয়ে গেছে কি না তা দেখতে হবে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমএইচ/