ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার সম্প্রীতি সমাবেশ শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
জাপার সম্প্রীতি সমাবেশ শুক্রবার

ঢাকা: সারাদেশে মানুষে মানুষে সম্প্রীতির ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার (২২ অক্টোবর) সম্প্রীতি সমাবেশ করবে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (২০ অক্টোবর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ পার্টির সিনিয়র নেতবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

সম্প্রীতি সমাবেশ সম্পর্কে জাপার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে জানান, দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বাংলাদেশের আবহমানকাল ধরে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি চলমান রাখাসহ ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২০ ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।