পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার প্রার্থীর তিন সমর্থককে কুপিয়েছেন প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় সাতজনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় প্রার্থীর ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, মামলা গ্রহণের সঙ্গে সঙ্গে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।
তিনি বলেন, সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থী মো. বাবুল হাওলাদারের নেতৃত্বে তার বাহিনী মঙ্গলবার বিকেলে মিঠাপুর জামাল গাজীর বাড়ির সামনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (টিউবওয়েল প্রতীক) বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদারের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে টিউবওয়েল প্রতীকের আব্দুল লতিফ হাওলাদারের তিন সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের মধ্যে একজন নারী।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন নুরু ভুইয়ার ছেলে আবুল হোসেন ভুইয়া, আবুল হোসেন ছেলে আরিফ ভুইয়া, শাহ আলম ভুইয়ার ছেলে রুবেল ও এছহাক ভুইয়ার ছেলে মনু ভুইয়া।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এসআই