ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্ষীয়ান আ.লীগ নেতা আফজল খান আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
বর্ষীয়ান আ.লীগ নেতা আফজল খান আর নেই  আফজল খান

কুমিল্লা: কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ১৪ দলের সমন্বয়ক, প্রখ্যাত ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খান (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।  

তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত আফজল খানের বড় মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার বাবা। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফজল খান মারা যান।

মরহুমের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (১৭ নভেম্বর) বাদ জোহর টাউনহল প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অধ্যক্ষ আফজাল খান কুমিল্লার বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সহ-সভাপতি, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি, ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু মসজিদের প্রতিষ্ঠাতা, কুমিল্লা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, কুমিল্লা  জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ের প্রধান উপদেষ্টা, কুমিল্লা বিসিকের সাবেক সভাপতি, এফবিসিআই’র সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ আয়কর বিভাগ কর্তৃক ‘কর বাহাদুর’ উপাধিতে ভূষিত, কুমিল্লা জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি, কুমিল্লার সিনিয়র আইনজীবী, বঙ্গবন্ধু ল’কলেজের প্রতিষ্ঠাতা, শেখ ফজিলাতুন্নেছা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন।
তার মৃত্যুতে নগর কুমিল্লায় সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।