ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের সভাপতিমণ্ডলীতে মায়া, লিটন ও কামরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আ.লীগের সভাপতিমণ্ডলীতে মায়া, লিটন ও কামরুল

ঢাকা:  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নতুন তিন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, রাসিক মেয়র ও রাজশাহী মহানগর আ.লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন,  কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং  কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও  সাবেক মন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এদেরকে দলের সভাপতিমণ্ডলীরতে অন্তর্ভুক্ত করা হয়। সভার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।                                

বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   এ  রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল ৷

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।