ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কর্মসূচি স্থগিত করলো বিএনপির সাবেক এমপিরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
কর্মসূচি স্থগিত করলো বিএনপির সাবেক এমপিরা

ঢাকা: মাত্র চার ঘণ্টার ব্যবধানে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘোষিত কর্মসূচি স্থগিত করেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়নুল আবদিন ফারুক জানান, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন বিএনপি দলীয় সাবেক এমপিরা।

এর চার ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় অপর এক বিজ্ঞপ্তিতে জয়নুল আবদিন ফারুক জানান, আগামী ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীকালে এ বিষয়ে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।