ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিলেটে আ.লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
সিলেটে আ.লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিলেট: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটে আওয়ামী লীগের ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, জালালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নেছারুল হক বুস্তান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম সাইস্তা, একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা শামিনুল হক শেবুল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম আলম ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রশিদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান বলেন, তারা নিজ নিজ অবস্থান থেকে ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করে প্রার্থিতা বহাল রাখায় সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়।   

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপে সারাদেশে এক হাজার ৭টি ইউনিয়ন ও ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এর মধ্যে সিলেট বিভাগের ৯টি উপজেলার ৭৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।