ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
বগুড়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

বগুড়া: বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হকের (৫২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক নারী (৩৫) মামলা করেছেন।

বুধবার (২৪ নভেম্বর) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন ওই নারী।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নরেশ মুখার্জি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি আরও বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

দারিদ্র্যের সুযোগ নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই আওয়ামী লীগ নেতা ২০২০ সাল থেকে ইচ্ছার বিরুদ্ধে ওই গৃহপরিচারিকাকে একাধিকবার ধর্ষণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ২০২০ সাল থেকে ইচ্ছার বিরুদ্ধে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে মামলার বিষয়ে আমি কিছু জানি না। আর আমার বাড়িতে ওই নামে কোনো গৃহকর্মী ছিলেন না। নির্বাচনের আগে এসব ষড়যন্ত্র। ’

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর শাখারিয়া ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।