নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টুকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা ছিল, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কাজ করতে পারবেন না। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে নামবেন। এ নির্দেশনা অমান্য করে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিন্টু বালাগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তার ছোট ভাইকে বিদ্রোহী প্রার্থী করেন। পাশাপাশি জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নে দলের কোনো প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণায় মাঠে কাজ করেননি আনছার আলী মিন্টু। বরং তিনি নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক বাংলানিউজকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে আনছার আলী মিন্টুকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করায় জলঢাকায় যুবলীগ তিন নেতাকে দল
থেকে বহিষ্কার করা হয়। রোববার (২৮ নভেম্বর) জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এসআরএস