ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) একইসঙ্গে দেশের আটটি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি।
গত ২৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টার দিকে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বাকুলিয়া মাঠে সমাবেশ হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ফরিদপুর শহর প্রেসক্লাব চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বস।
খুলনা মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ময়মনসিংহ শহর রেলওয়ে স্টেশন চত্বরে ময়মনসিংহ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সিলেট মহানগর বিএনপি আয়োজিত রেজিস্ট্রারি মাঠের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রংপুর মহানগর বিএনপি আয়োজিত দলীয় অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বাটার মোড়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
কুমিল্লা সাগরদিঘী পাড় সংলগ্ন বাদুর তলা রোডে কুমিল্লা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এছাড়া একই দাবিতে আগামী ৩ ডিসেম্বর বরিশাল জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, প্রতিটি বিভাগের সমাবেশে প্রধান অতিথির সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতা, সংশ্লিষ্ট বিভাগের জেলা নেতাসহ কেন্দ্রীয় ও জেলা অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএইচ/আরবি