ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কৃঞ্চচূড়া চত্বরে সমাবেশের অনুমতি না পেয়ে অবশেষে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু করেছে বিএনপি।
ইতোমধ্যে সমাবেশ স্থলে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সমানের সড়কে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবিতে এ বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন।
সমাবেশে আরও বক্তব্য রাখবেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা।
সমাবেশ সঞ্চালনা করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জেডএ