ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সালথায় আ.লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
সালথায় আ.লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস মাতুব্বর ও তার সমর্থক একই গ্রামের ইলিয়াস মাতুব্বর এবং সামচেল মোল্যার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ হামলায় খায়ের শেখ ও ইসমাঈল হোসেন নামে দু’জন গুরুতর আহত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জমির আইল কাটা নিয়ে একই গ্রামের এ হামলা ঘটনা ঘটে।
 
হামলায় ক্ষতিগ্রস্ত ইদ্রিস মাতুব্বর জানান, তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার পরিবারের ওপর এ হামলা চালায় প্রতিপক্ষ। একই সঙ্গে আমার প্রতিবেশী সামচেলের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ওসি মো. আসিকুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।