ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির আলোচনা সভা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
বিএনপির আলোচনা সভা স্থগিত ...

ঢাকা: দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলের আলোচনা সভা স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে একই দিন বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে যৌথভাবে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী জানান, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র উদ্যোগে ২১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিতব্য আলোচনা সভাটি স্থগিত করা হয়েছে।
 
কী কারণে স্থগিত করা হয়েছে সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতির কারণেই এই সভা স্থগিত করা হয়েছে।

ইতোমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা আক্রান্ত হয়ে আবার ২০ জানুয়ারি করোনামুক্ত হয়েছেন। তবে চিকিৎসকরা তাকে আরও কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে বলেছেন। অপরদিকে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা করোনা আক্রান্ত হয়েছেন। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ২০ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের তিন তলায় আব্দুস সালাম হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া গত কয়েকদিনের মতো শুক্রবারও রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও শীতবস্ত্র বিতরণের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।