ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ কমিটিতে অছাত্র-বিবাহিত বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ছাত্রলীগ কমিটিতে অছাত্র-বিবাহিত বাতিলের দাবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিবাহিত, অছাত্র ও বয়স উত্তীর্ণ নেতাকমীদের দিয়ে নব-গঠিত ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করার প্রতিবাদে ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের একাংশ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সালাউদিন গাজী, সাংগঠনিক সম্পাদক সুমন, সহ-সভাপতি রাসেল, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া, সাব্বির, শুভ, ইকবাল ও শাহাদাত।

ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ভোলাবো ইউনিয়নের সক্রিয় ছাত্রলীগ নেতাদের বাদ দিয়ে রাতের আধারে টাকার বিনিময়ে পকেট কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা ছাত্রলীগ। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির বেশিরভাগ সদস্যই বিবাহিত ও অছাত্র। এই কমিটি বাতিল না করলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এমআরপি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।