ঢাকা: স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার ১৩ টি এবং বান্দরবান জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম, সিলেট জেলা এবং বান্দরবান জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাদের যৌথ সভায় সিলেট জেলার ১৩ টি ও বান্দরবান জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান সিলেট জেলার ১ টি এবং বান্দরবান জেলার সভাপতি এম সাবিকুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূইয়া বান্দরবান জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলা, জকিগঞ্জ উপজেলা, জকিগঞ্জ পৌর, বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার পৌর, সিলেট সদর উপজেলা, জৈন্তাপুর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।
সিলেট জেলার অনুমোদিত ইউনিট কমিটি -
১.বালাগঞ্জ উপজেলা আহ্বায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত । যুগ্ম আহ্বায়ক-১. মহিবুর রহমান মুহিব ২. ফখরুল ইসলাম রাজু ৩. সাবুল আহমদ (জেল সাবুল) ৪. মোজাহিদ হোসেন শহীদ ৫. আব্দুল কুদ্দুস ৬. নজরুল ইসলাম ৭. সালমান হোসেন ৮. রেজাউল করিম জুলকান ৯. বদরুল আলম সহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
২.গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক আহমদ হুয়ায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান । যুগ্ম আহ্বায়ক-১. মোঃ গোলাম কিবরিয়া সাত্তার ২. ফরিদ আহমদ (মিত্রি মহল) ৩. হাবিবুর রহমান ৪. বিলাল উদ্দিন ৫. তরিকুল ইসলাম ৬. তৈয়বুর রহমান (মেম্বার) ৭. আকরামুল হাসান আকরাম ৮. বেলাল আবেদীন ৯. মেহেদী হাসান মিনহাজ সহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
৩.জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক সামসুল ইসলাম লেইছ , সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল আমিন। যুগ্ম আহ্বায়ক-১.সদিওল হোসাইন ২.মুশফিকুর রহমান ৩.আহাদুর রহমান মুন্না ৪.আহমদ আল সাবু চৌধুরী ৫.সায়েফ আহমদ ৬.মো আলতাফ হোসেন ৭.জয়নাল আবেদিন ৮.সাদিকুর রহমান সাদেক ৯.হায়দার হোসেন চৌধুরীসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
৪.জকিগঞ্জ পৌর আহ্বায়ক শাহেদুজ্জামান শাহেদ, সদস্য সচিব আব্দুস সালাম। যুগ্ম আহ্বায়ক-১. মো ইসলাম উদ্দিন ২.মাজেদ আহমদ ৩.জাহাঙ্গীর আহমদ ৪.শামীম আহমদ ৫.খালেদ আহমদ ৬.শরিফ আহমদ ৭.আব্দুল বাছিত ৮.আবু সুফিয়ান ৯. সাইফুর রহমানসহ ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
৫.গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, সদস্য সচিব নাছির আহমদ আবেদ। যুগ্ম আহ্বায়ক-১. দেলোয়ার হোসেন ২.শাহিউল আলম চৌধুরী ৩.সিরাজুল ইসলাম ৪. সাঈদ আহমদ জামিল ৫.আনোয়ার হোসেন ছয়ফুল ৬.জামাল উদ্দিন ৭.শিপু আহমদ ৮.মাজেদ আহমদ ৯. কামরান উদ্দিনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
৬.গোলাপগঞ্জ পৌর আহ্বায়ক তাহির আলী, সদস্য সচিব তাজুল ইসলাম তাজ। যুগ্ম আহ্বায়ক-১.ফয়সল আহমদ খান ২.আক্তার হোসেন ৩.আবুল হোসেন ৪.মো মঞ্জুর আহমদ ৫.জাবেদ আহমদ ৬.তাহেল আহমদ ৭.আজিজুর রহমান পাপন ৮.সাইদুল হক ৯.লোকমান আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
৭.বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক সরওয়ার হোসেন সুমন, সদস্য সচিব আফজাল আহমদ। যুগ্ম আহ্বায়ক-১. হাসানুল হক মেম্বার ২. মো হিফজুল ইসলাম চৌধুরী ৩.মো আবিদুর রহমান চৌধুরী ৪.আক্তার হোসেন ৫.লিটন ইসলাম ৬.তানভীর আহমদ ৭.মো হাসান মাহমুদ ৮.সামাদ আহমদ ৯. ইশতেয়াক আহমদ রাজাসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
৮.বিয়ানীবাজার পৌর আহ্বায়ক আব্দুল আমিন, সদস্য সচিব সামসুজ্জামান জাকির। যুগ্ম আহ্বায়ক-১.মো জাবেদ ২.মো জামিল আহমদ ৩.কবিরুল ইসলাম ৪.আকবর হোসেন ৫.ওয়াহিদুজ্জামান ৬.শিহাব উদ্দিন ৭. মো. স্বাধীন আহমদ রাজু ৮.জুনেদ আহমদ ৯.কামাল আহমদসহ ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
৯.সিলেট সদর উপজেলা আহ্বায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ। যুগ্ম আহ্বায়ক-১. আলা উদ্দিন মনাই ২.রুহেল আহমদ ৩.আব্দুস সালাম আজাদ ৪.আব্দুল আহাদ লিমন ৫.রিপন আহমদ ৬.নুরেছ আলী ৭.শাহীন আহমদ ৮.আল আমিন আহমদ ৯.সাব্বির আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
১০.জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব মো আব্দুল্লাহ ইলিয়াছ। যুগ্ম আহ্বায়ক-১. ময়নুল ইসলাম মেম্বার ২.জাকারিয়া আহমদ ৩.আব্দুল মুতালিব ৪.মাসুক আহমদ ৫.নুমান আহমদ ৬.বিলাল আহমদ রুবেল ৭.ছালেহ আহমদ ৮.নাছির আহমদ ৯.সজল রাম দাসসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
১১.দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন। যুগ্ম আহ্বায়ক-১. হোসেন আহমদ তালুকদার ২.হোসেন আহমদ রুহুল ৩.ইমন আহমদ ৪.মহিউস সামাদ সানু ৫.রুমেল আহমদ রুশন ৬.জাহাঙ্গীর হোসেন লকুছ ৭.সাদেক আহমদ ৮.রায়হানুল হক ৯.শামীম আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
১২.ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব তপু আহমদ খান। যুগ্ম আহ্বায়ক-১. সাইফুল মিঠু ২.মনিরুজ্জামান চৌধুরী রাসেল ৩.আবুল হোসাইন সামি ৪.আব্দুল্লাহ আল মামুন ৫.সুয়েব আহমদ ৬.আজিজুর রহমান আজিজ ৭.সৈয়দ আক্তার আহমদ ময়না ৮.মছনুন আহমদ ৯.ওলিদ আহমদ সেন্টু ১০.রেজাউর রহমান কাওছারসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
১৩.বিশ্বনাথ পৌর আহ্বায়ক সুহেল আহমদ শুভ , সদস্য সচিব দুলাল মিয়া। যুগ্ম আহ্বায়ক-১. আবুল খায়ের ২.এনামুল হক ৩.তছলিম উদ্দিন ৪.আরশ আলী ৫.সুমিম আহমদ ৬.আব্দুল গণি ৭.বেলাল আহমদ-১ ৮.মো নিজাম উদ্দিন ৯.সাইদুর রহমান ১০.মো. বেলাল আহমদ-২ ১১. সুজন আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
বান্দরবান জেলার অনুমোদিত ইউনিট কমিটি-
১.নাইক্ষ্যংছড়ি উপজেলা আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব মো. হোসাইন। যুগ্ম আহ্বায়ক-১. আব্দুর রশিদ (বাইশারী) ২.নুর মোহাম্মদ সিকদার ৩.সনজীব কুমার দাশ (সুমন) ৪.সিরাজুল ইসলাম ৫.মো. রাসেল ৬.মো. কলিম উল্লাহ ৭.জয়নাল আবেদীন ৮.আজিজুল হাকীমসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
২.আলীকদম উপজেলা আহ্বায়ক আবুল বশর , সদস্য সচিব সন্তোষ কুমার দাস। যুগ্ম আহ্বায়ক-১. বশিরুল আলম ২.কাইছার উদ্দিন (বাপ্পি) ৩.আমির হোসেন ৪.আলী হোসেন ৫.আবু হানিফ (বাচ্চু) ৬.নজরুল ইসলাম ৭.আব্দুল আলীম (আলী) ৮.মো. আব্দুল হক রুবেল ৯.জালাল উদ্দিনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এমএইচ/এসআইএস