ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের পক্ষে-বিপক্ষে সুপ্রিম কোর্টে আইনজীবীদের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুন ২৪, ২০১০

ঢাকা: আগামী রোববারের হরতলালের পক্ষে বিপক্ষে আজ বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্টের বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

বেলা সাড়ে ১২ টায় হরতালের বিপক্ষে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

এসময় নেতারা বলেন, ‘আওয়ামী লীগ যখন সফলভাবে দেশ পরিচালনা করছে তখন বিএনপি হরতালের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। ’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বাসেত মজুমদার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।
 
এরপরই সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থীরা। এসময় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ফজলুল হক খান ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশফাকুর রহমান সবুজ, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু প্রমুখ।

অপরদিকে হরতালের পক্ষে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সমিতির সহ-সম্পাদক এ জেড এম মোরশেদ আল মামুন। তিনি বলেন, বিএনপি যে সব কারণে হরতাল ডেকেছে তা সর্ম্পূণ সময়ের দাবি। মানুষ এ সরকারকে চায় না। তার বড় উদাহরণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আওয়ামী লীগ এখন বিএনপিকে ভয় পেতে শুরু করেছে। তাই তারা হরতাল বানচাল করতে নানা কর্মসুচি হাতে নিয়েছে।


বাংলাদেশ স্থানীয় সময় ২১০৮ ঘণ্টা, জুন ২৪ ২০১০
জেএ/এএইচএস/বিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ