ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপি নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
ফরিদপুরে বিএনপি নেতার পদত্যাগ

ফরিদপুর: ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড.  হাবিবুর রহমান হাবিব বিএনপি থেকে পদত্যাগ করেছেন।


শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অ্যাড. হাবিবুর রহমান হাবিব  বলেন, আমি এবং আমার পরিবারের সবাই এক সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে ২০০০ সালে বিএনপিতে যোগদান করি এবং  ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ পদে ও জেলা আইনজীবী ফোরামের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি। বর্তমানে আমি আমার আইন পেশায় গভীরভাবে মনোযোগ দেয়ার জন্য স্বেচ্চায় বিএনপি থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।