ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আইজিপির জার্মানি সফর নিয়ে প্রশ্ন মোশাররফের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আইজিপির জার্মানি সফর নিয়ে প্রশ্ন মোশাররফের ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পুলিশ প্রধানের জার্মানি যাওয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই আইটির যুগে কাউকে এতদূর গিয়ে বিছানার চাদরের রঙ পরীক্ষা করতে হয়?’

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘বিছানার চাদরের রঙ কি হবে সেটা জানতে একজন পুলিশ প্রধান জার্মানিতে যাবেন রঙ পরীক্ষা করার জন্য।

এই আইটির যুগে কাউকে এতদূর গিয়ে রঙ পরীক্ষা করতে হয়? সেকেন্ডের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে রঙ সামনে চলে আসে, মতামত দেওয়া যায়। এজন্য কী জার্মানিতে যেতে হয়? আমরা দেখতে চাই যে, আসল উদ্দেশ্য কি?’

তিনি বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি- যে মালদ্বীপের বাংলাদেশের সঙ্গে কোনো ব্যবসায়িক আগ্রহ নেই, সেখানে প্রধানমন্ত্রী দলবল নিয়ে ছয়দিন ছিলেন। অনেকে অনেক কথা বলেন, আমরা বলতে চাই না। সময় বলে দেবে কেন তিনি গিয়েছিলেন। এখনও বিছানার চাদরের রঙ পছন্দ করার জন্য পুলিশ প্রধান কেন জার্মানি যাবেন এটা ভবিষ্যত বলে দেবে। ’

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সাংবাদিক সাগর-রুনি সেদিন নিশ্চয় সরকারের এমন কিছু গোপন সংবাদ জেনেছিল যার জন্য তাদের হত্যা করা হয়েছিল। দুঃখজনক হচ্ছে, ১০ বছর চলে গেছে ওই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না, বিচার তো পরের কথা। ’

তিনি বলেন, ‘৮৫ বার আদালত থেকে তদন্ত সংস্থা সময় চেয়েছে। কী পরিমাণ স্বৈরাচারী সরকার হলে দুজন সাংবাদিকের হত্যা মামলার তদন্ত রিপোর্ট ১০ বছরে প্রস্তুত করতে পারে না। এটা সঠিক যে পারে না তা নয়, তারা করে না। করলে এমন কিছু তথ্য প্রকাশিত হবে যা সরকারের জন্য সুখকর নয়। কিন্তু আমি বলতে চাই, আপনারা তো ১০ বছর সাগর-রুনির হত্যা মামলার তদন্ত রিপোর্ট দিচ্ছেন না। কিন্তু আজ যে তথ্য আন্তর্জাতিক ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে এটা কীভাবে ঠেকাবেন?’

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় ইসলামী ঐক্যেজোটের অ্যাডভোকেট এমএ রকিব, এনডিপির আবু তাহের, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, এনপিপির নবী চৌধুরী, ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।