ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সার্চ কমিটিতে নাম জমা দেবে না সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
সার্চ কমিটিতে নাম জমা দেবে না সিপিবি

ঢাকা: নতুন নির্বাচন কমিশন ঘটনা অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে কোনো নাম জমা দেবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম।

সার্চ কমিটিতে নাম জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সার্চ কমিটিতে সিপিবির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হবে না।  

নাম প্রস্তাব না করার কারণ জানতে চাইলে শাহ আলম বলেন, নাম জমা দিয়ে লাভ কী হবে। যে পদ্ধতিতে এ আইনটি পাস হয়েছে তাতে নাম জমা দিয়ে কোনো লাভ হবে না। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। সুতরাং নাম দিয়ে কোনো লাভ হবে না।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছেন। পরে তিনি ক্ষমতায় নাও থাকতে পারেন। কিন্তু এ আইনটা যেকোনো স্বৈরশাসকের কাজে ব্যবহৃত হবে। বিশেষ করে সামরিক স্বৈরশাসকের জন্য এ আইনটি সুবিধা করে দেবে।  

এর আগে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করেনি সিপিবি।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।