ঢাকা: আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে চারদলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে আগামী ২৭ জুনের হরতাল সফল করার কৌশল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
এছাড়া কারাবন্দী সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রসঙ্গ আলোচনায় প্রাধান্য পাবে বলে গুলশান অফিস সূত্র জানিয়েছে।
বৈঠকে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময় ০৮২৫ ঘন্টা, জুন ২৫, ২০১০
এমএম/একে