ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নগরের ৩০ ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
নগরের ৩০ ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

বরিশাল: বরিশাল নগরের ৩০ ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শ‌নিবার (১২ মার্চ) সন্ধ্যায় মহানগর বিএন‌পির সদস্য সচিব মীর জাহিদুল কবির বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, নগরীর ৩০টি ওয়ার্ড কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। ওয়ার্ড কমিটিগুলোর বেশিরভাগ নেতারা সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। অনেকে জীবিত নেই। তাই শুক্রবার রাতের সভায় সর্ব সম্মতিক্রমে ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মীর জাহিদুল কবির আরও বলেন, আমরা আগামী এক মাসের মধ্যে সব অর্থাৎ ৩০টি ওয়ার্ডে কর্মীসভা করবো। প্রত্যেক ওয়ার্ডের কর্মীসভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটিগুলো গঠনের পর মহানগর বিএনপির সম্মেলন হবে।

বরিশাল মহানগর বিএনপির আহ্ববায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে শুক্রবার রাতে অনুষ্ঠিত সভায় উপ‌স্থিত ছি‌লেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।