ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলার মাটিতে আর হরতাল হবে না: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
বাংলার মাটিতে আর হরতাল হবে না: কৃষিমন্ত্রী

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা ভেবেছিল বাঙালি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াবে না। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাঙালি শুধু জাগেইনি পৃথিবীতে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির অগ্রপথিক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

এ কারণেই তিনি মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় কৃষকলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, করোনায় সারা পৃথিবী যখন ধুকে ধুকে নিঃশ্বাস নিচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছি। করোনার সময় প্রত্যেকের ঘরে খাবার ও সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে বিকাশের মাধ্যমে সহযোগিতা পাঠিয়েছেন। এটাই হলো পরম মমতায় জনগণের পাশে দাঁড়ানো। এটা শেখ হাসিনার পক্ষেই সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন মানে না, ইলেকশন করবে না, আবার গাড়ি পোড়াবেন, মানুষকে দগ্ধ করবেন, পুড়িয়ে মানুষ হত্যা করবেন তাদের বলে দিতে চাই ৭১’ সালে আমরা আপনাদের মোকাবিলা করেছি। ২০১৩, ২০১৪, ২০১৫ সালে মোকাবিল করেছি। ইনশাল্লাহ আবার এই কৃষকলীগ, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আপনাদের মোকাবিলা করবে। বাংলার মাটিতে আর হরতাল হবে না। কাউকে হত্যা করতে পারবেন না।

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, করোনা মহামারি সত্ত্বেও দেশে খাদ্য সংকট, কোনো আহাজারি নেই। গত এক দেড় মাস আগে আমি খোঁজ নিয়েছি কোনো মোটা চালের দাম বাড়ে নাই। মোটা চালের দাম ৪৩, ৪৪ টাকা। সরু চালের দাম প্রথম দিকে বেড়ে ৬৫, ৬৬ টাকায় আছে। তবে শাকসবজি, তেল, চিনি দাম বেড়েছে। তেল বিদেশ থেকে আনতে হয়। এজন্য তেলের দাম বেড়েছে। আমরা তেলের দাম নিয়ন্ত্রণ করি না। ৯০ ভাগ তেল বিদেশ আনতে সরকারকে ২০ হাজার কোটি টাকা খরচ করতে হয়। আর এগুলো আনে বেসরকারি কোম্পানি। তারা লাভ না হলে আনবে না। সারা পৃথিবীতে ট্রাক ভাড়া, জাহাজ ভাড়া বেড়েছে।  

তিনি বলেন, আমরা এক কোটি মানুষকে তেল, ডাল, চিনি দিচ্ছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু যারা হুমকি দিচ্ছে এই সুযোগে এখানে আমাদের কোনো হাত নাই। আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, থাকবে। কারণ আওয়ামী লীগ ওই গুলশান বা ক্যান্টমেন্টের ভিতরে দল না। আওয়ামী লীগ গ্রামের দুঃখী মানুষের খাদ্য পৌঁছে দিচ্ছে।  

কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কৃষক লীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি মিলন মোল্লাসহ কেন্দ্রীয় কৃষকলীগ নেতারা বক্তব্য দেন।

পরে দোয়া, মোনাজাত ও জন্মদিনের কেক কাটেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।  

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।