ঢাকা: দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৩ মার্চ) আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব। দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে। শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। তাই জনগণের যেকোনো দুঃখ-দুর্দশায় সরকার যথাসময়ে সাড়া দেয়। দ্রব্যমূল্যের ব্যাপারেও বাজারে স্থিতিশীলতা আনতে যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে টিসিবির মাধ্যমে সারাদেশে মূল্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করেছে। প্রায় ৫ কোটি জনগণ এ সহায়তা পাবে। অন্যদিকে সরবরাহ চেইন জোরদার করা হয়েছে। ’
তিনি বলেন, ‘মনিটরিং ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে। আসন্ন রমজানে যাতে মানুষের ভোগান্তি না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন এবং কেউ অপকৌশল গ্রহণের মাধ্যমে মানুষের দুর্ভোগ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। ’
আরও পড়ুন>>>দ্রব্যমূল্য নিয়ে অপকৌশল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসকে/এএটি