ঢাকা: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, মুফতি মাইনুদ্দিন, এনায়েত রাব্বী প্রমুখ।
উপস্থিত ছিলেন- শ্রমিক মজলিস সভাপতি নূর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুল হক, মুহাম্মদ জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, এইচ এম হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমএইচ/আরবি